Monday, January 19, 2015

ব্যবসা সফল হবার মূলমন্ত্র

ব্যবসা সফল হবার মূলমন্ত্র

ব্যবসা সফল হবার মূলমন্ত্র


একটি ব্যবসা প্রতিষ্ঠান/উদ্যোগকে সফল করার জন্য একদিকে যেমন বিভিন্ন ধরনের রয়েছে কৈশল এবং ডকুমেন্ট এর প্রয়োজন অন্যদিকে তেমনি প্রয়োজন রয়েছে দক্ষতা, ইচ্ছা শক্তি, উপস্থিত বুদ্ধিসহ নানাবিধ ব্যাক্তিগত যোগ্যতা । শুধুমাত্র পড়ালেখা করে যেমন ব্যবসায়ী হিসাবে সফল হওয়া যায় না তেমনি শুধুমাত্র ব্যক্তিগত নানাবিধ যোগ্যতা দিয়েও একটি ব্যবসা সফল করা যায় না ।পৃথিবীতে তাই নানা সময়ে নানা ব্যবসায়ী বিশেষজ্ঞগণ ব্যবসায়ীক জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার ব্যবসা মডেল উপস্থাপন করেছেন । এখানে তেমনি একটি ব্যবসা মডেল সহজভাবে উপস্থাপন করা হলো ব্যবসায়ীক জ্ঞান বৃদ্ধির জন্য । একজন উদ্যোক্তা যদি তার ব্যক্তিগত যোগ্যতা দিয়ে এই মডেলটি যথাযথভাবে অনুসরন করতে পারেন তাহলে একজন উদ্যোক্তা হিসাবে সফল হবার সুযোগ অনেকাংশে বৃদ্ধি পাবে ।


 


ব্যবসায়ী পার্টনার নির্ধারন


partner selection partner selection


  • কে/কারা আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ন পার্টনার হিসাবে বিবেচিত হতে পারে ?

  • এক সঙ্গে পার্টনার হিসাবে কাজ করার জন্য আপনাদের মুল ভিত্তিটা কি হবে ?

  • পার্টনার হিসাবে আপনাদের কি এবং কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে ?

  • পার্টনারদের মধ্যে কে কিভাবে কাজ করবে তা সুনির্দিষ্ট করা?

 


ব্যবসার কার্যক্রম সুনির্দিষ্ট করা


  • ব্যবসায়ি প্রতিষ্ঠান হিসাবে কি কাজ করবেন তা সুনির্দিষ্ট করে লিখে রাখুন

 


দক্ষকর্মী বাছাই করুন


skilled employee selection skilled employee selection


  • ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি ধরনের দক্ষকর্মী প্রয়োজন তা নির্ণয় করা ?

  • ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দকে, কি কাজ করবে তা সুনির্দিষ্ট করা এবং সেই অনুযায়ী কর্মী নিয়োগ দেয়া?

  • ব্যবসার পণ্য/সেবার সাথে অতিরিক্ত কিছু সুবিধা যোগ করুন

 


ক্রেতা/ভোক্তা কি সুবিধা চায় তা নির্ণয় করা ?


  • আমরা কোন পণ্য/সেবা ক্রেতা/ভোক্তার কাছে পৌছাতে চাই তা সুনির্দিষ্ট করা ?

  • ব্যবসায়ী পণ্য/সেবার মাধ্যমে ক্রেতা/ভোক্তার কি ধরনের সমস্যা সমাধান করতে চাই তা নির্ণয় করা?

  • পণ্য/সেবার মাধ্যমে কি কি অতিরিক্ত সুবিধা দিতে চাই বা কোন কোন   কারনে আমাদের পণ্য/সেবা অন্যদের চেয়ে আলাদা তা নির্ধারন করা ?

Customer satisfaction Customer satisfaction


ক্রেতার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন


  • ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে ক্রেতা/ভোক্তাদের সাথে কি ধরনের সম্পর্ক তৈরী/ম্যাইনটেইন করতে চাই তা আগে থেকেই নির্ণয় করে রাখা?

  • পণ্য/সেবা ক্রেতার কাছে পৌছে দেবার ব্যবস্থা করুন

  • ক্রেতা/ভোক্তা/ডিলার ইত্যাদি পর্যায়ে পণ্য/সেবা পৌছে দেবার জন্য সুনির্দিষ্ট সার্ভিস এর ব্যবস্থা রাখা ।

  • ক্রেতার অনুভুতি/মতামত সংগ্রহ করুন

  • ক্রেতার মতামত ও অনুভুতিগুলো সংগ্রহ করা এবং সেই অনুযায়ী ক্রেতা/ভোক্তা বিভক্তি (ভাল, কম ভালো, ভালো না, ইত্যাদি) করা ।

  • বিভিন্ন ধরনের ক্রেতা/ভোক্তার জন্য বিভিন্ন ধরনের সেবা/সুবিধার আয়োজন করা ।

 


সঠিক/সুনির্দিষ্টভাবে ব্যায়/খরচ হিসাব করুন


business book keeping business book keeping


  • ব্যবসার পণ্য/সেবার জন্য ব্যায় (সঠিকভাবে সব ধরনের ব্যায় সঠিকভাবে হিসাব করে) আগে থেকেই সুনির্দিষ্ট করে হিসাব করুন ।

  • সঠিক/সুনির্দিষ্টভাবে লভ্যাংশ হিসাব করুন

  • ব্যবসার পণ্য/সেবার জন্য লভ্যাংশ (সঠিকভাবে হিসাব করে) আগে থেকেই সুনির্দিষ্ট করে রাখুন

Collected



ব্যবসা সফল হবার মূলমন্ত্র

No comments:

Post a Comment