Saturday, January 17, 2015

House wiring (হাউস ওয়্যারিং) করার পদ্ধতি সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন

House wiring (হাউস ওয়্যারিং) করার পদ্ধতি সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন

কিছু দিন আগে বাড়ি গিয়েছিলাম। আমাদের একটি ঘর ওয়্যারিং করার প্রয়োজন ছিল। বেশি না মাত্র দুইটা রূম। বেশ কয়েকজন ইলেকট্রিশিয়ান দেখার পর মজুরি চাইল ২৫০০ থেকে ৪০০০ টাকা। পরিচিত হবার কারণে আমাদের কাছে নাকি কম চেয়েছে। উল্লেখ্য কাজটি করতে দুইজন মানুষের সর্বোচ্চ ১.৫ থেকে ২ দিন সময় লাগবে।  যাই হোক মজার ব্যাপার হলো ইলেকট্রিশিয়ানদের মধ্যে কয়েকজনই ছিল Honors লেবেলের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি কিছু দিনের ট্রেনিং নিয়ে তারা এই কাজ শুরু করেছে।


উপরের ঘটনাটি বলার উদ্দেশ্য হলো আপনারা যারা ছাত্র বা কিছু লেখা-পড়া করেছেন বা যারা কোনরকম লেখাপড়াই করেননি তারা ইচ্ছা করলে সহজেই এই পেশায় আসতে পারেন। অল্প শ্রম দিয়ে আপনি ভাল ইনকাম করতে পারবেন। তাছাড়া ইচ্ছা করলে অন্য কাজের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে পারবেন।


যারা পেশা হিসেবে নিতে চান না, তাদেরও টুকটাক ইলেকট্রনিক্সের কাজ জেনে রাখা ভাল।


যাই হোক, নিচের বইটি পড়ে আশা করি হাউস ওয়্যারিং এর অনেক বিষয় সম্পর্কে ধারণা পাবেন এবং কাজও করতে পারবেন। যদিও কাজটি সম্পূর্ণরূপে ব্যবহারিক, তবুও আশা করি বইটি আপনাদের উপকারে আসবে।


বৈদ্যুতিক কাজ ঝুঁকিপূর্ণ, তাই সাবধানে কাজ করবেন। আশা করি কোন দুর্ঘটনা হবে না । আপনাদের জন্য সুভকামনা রইল।





House wiring (হাউস ওয়্যারিং) করার পদ্ধতি সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন

No comments:

Post a Comment