Friday, July 11, 2014

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য অবকাঠামো ও ইউটিলিটি (গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন) সংক্রান্ত বিস্তারিত তথ্য

শিল্প কারখানা/ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অবকাঠামো ও ইউটিলিটি সার্ভিসের কোন বিকল্প নেই। জমি বা ইউটিলিটি সার্ভিস কোথা থেকে কিভাবে পাওয়া যাবে সর্বোপরি ইউটিলিটি সার্ভিস প্রাপ্তিতে দেশে বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কী কী রয়েছে এ ব্যাপারে একজন উদ্যোক্তার নিকট অবশ্যই তথ্য থাকতে হবে। প্রায়শঃই দেখা যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে জমি ও ইউটিলিটি সার্ভিসের অত্যাবশ্যকীয় সুবিধা হিসেবে যেমনঃ গ্যাস, পানি, বিদ্যুৎ প্রভৃতির প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হন। শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে মূলধন ও সম্পদ থাকা সত্ত্বেও ইউটিলিটি সার্ভিস প্রাপ্তিতে অনিশ্চয়তার কারনে শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোক্তাদের একটি অনিশ্চিত ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় এবং পরিনামে শিল্প স্থাপনে নিরুৎসাহিত হয়।


উল্লেখ্য যে, দেশে বেশ কয়েকটি ইপিজেড রয়েছে। এতে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠার জন্য প্লট বরাদ্দ করা হয়। অপরদিকে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতায় দেশের প্রতিটি প্রশাসনিক জেলায় শিল্প নগরী রয়েছে। বেশ কিছু শিল্প নগরীতে শিল্পপ্লট ও ইউটিলিটি সার্ভিস ফ্যাসিলিটি বিদ্যমান রয়েছে যা অনেক শিল্প উদ্যোক্তাদেরই অজানা। শিল্প নগরীতে কোথায় এ ধরনের ব্যবস্থা রয়েছে এবং ইউটিলিটি সার্ভিস পেতে কী কী দলিল এবং নিয়ম নীতি মেনে চলা প্রয়োজন তা এ অধ্যায়ে তুলে ধরা হয়েছে।  এ  বিস্তারিতঃ এখানে

No comments:

Post a Comment